ব্রিজের নিচে সন্তান প্রসব করে পড়ে ছিল পাগলি

খুলনায় মা হয়েছেন এক মানসিক প্রতিবন্ধী ভবঘুরে নারী। তাকে তার নাম জিজ্ঞাসা করা হলে বলছেন, আফরোজা। আর বাড়ি নাটোরে। রোববার (২১ মে) সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ব্রিজের নিচে তিনি একটি মেয়ে শিশু জন্ম দেন। তার এ সন্তান প্রসব এলাকায় বেশ চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
মানসিক প্রতিবন্ধী মা ও শিশুর সব দায়িত্ব নিয়েছেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। তার এই মহত উদ্যোগ সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছে।
চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ বলেন, খর্নিয়া ব্রিজের নিচে রোববার সন্ধ্যা ৬টার দিকে নবজাতকটির জন্ম হয়েছে। আশপাশের লোকজন দেখেন একটি মেয়ে শিশু জন্ম হয়ে পড়ে আছে। পরে তারা সেবা-যত্ন করেন। স্থানীয়রা তার নাম দিয়েছেন ফাতেমা।
মানসিক প্রতিবন্ধী ঐ নারীর সন্তান প্রসবের খবর পেয়ে ছুটে এসেছি। তিনি ১ মাস আগে খর্নিয়ায় এসেছেন। তাকে তার নাম জিজ্ঞাসা করা হলে বলছেন, আফরোজা। আর বাড়ি নাটোরে। এসব তথ্য নিয়ে আমরা নাটোরের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
চেয়ারম্যান আরো বলেন, আপাতত বাচ্চা ও তার মায়ের দায়িত্ব আমি নিয়েছি। বাচ্চার বাবা কিংবা তার মায়ের কোনো আত্বীয়-স্বজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। মা ও বাচ্চাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাচ্চার বাবা বা তার মায়ের যদি কাউকে না পাওয়া যায় তাহলে আমার মাধ্যমে তাদের দেখভাল করা হবে।
-এইচপি