ডুব দিয়ে পরপারে লালমোহনের মনির

মৃগী রোগে আক্রান্ত ছিল সে

ডুব দিয়ে পরপারে লালমোহনের মনির
প্রতিকী ছবি

ভোলার লালমোহনে পুকুরে গোসল করতে নেমে মো. মনির (৪৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মনির ওই এলাকার দাইম উদ্দিনের ছেলে। 

মৃতের স্বজনরা জানান, মনির ছোট বেলা থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। সোমবার ঘটনার সময় বাড়ির পুকুরে গোসল করতে নামেন সে। পুকুরে নেমে ডুব দেওয়ার কিছু সময় পার হয়ে গেলেও না উঠায় পাশে থাকা লোকজন টের পেয়ে পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। এরপর মনিরকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

লালমোহননিউজ/ -এইচপি