ইটভাটা মালিকদের কাছে চাঁদা দাবি, সতর্ক করলেন লালমোহনের এসিল্যান্ড

ইটভাটা মালিকদের কাছে চাঁদা দাবি, সতর্ক করলেন লালমোহনের এসিল্যান্ড
ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের পরিচয় দিয়ে কয়েকজন ইটভাটা মালিকের কাছে একটি প্রতারক চক্র চাঁদা দাবি করেছেন। সোমবার রাতে ‘এসিল্যান্ড লালমোহন’ নামে ফেসবুক আইডি থেকে সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিয়ে সকলকে সতর্ক থাকতে একটি পোস্ট করেছেন।

ওই ফেসবুক পোস্টটে তিনি লিখেছেন- সম্মানিত লালমোহনবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে, আজ বিকেলের দিকে ০১৮২৬৮২২২৪১-এই নম্বর থেকে আমার পরিচয় দিয়ে ধলিগৌরনগর এবং বদরপুর ইউনিয়নের দুইজন ইটভাটা মালিকের কাছে ফোন দিয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে চাঁদা চেয়েছে। চাঁদা দেয়ার জন্য ০১৮২৬৮২২৮৯৮ নগদ নম্বর দিয়েছিল। নাম্বারটিতে ফিরোজা বেগম নামের একজনের নামে নগদ একাউন্ট।  উপরের কোন নম্বরেই কল যাচ্ছে না। 

সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন ফেসবুকে আরো লিখেন, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, এ ধরনের কোন প্রতারকের কল পেলে আমার দাপ্তরিক নম্বর ০১৩১৮২৫৯১২৫-এ ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন। এবং কাউকে ধরা সম্ভব হলে পুলিশে সোপর্দ করবেন।

লালমোহননিউজ/ -এইচপি