লালমোহনে বিএনপির দুই নেতার বিরুদ্ধে অপপ্রচার ।। ষড়যন্ত্র বলে দাবী নারীর

লালমোহন নিউজ ।।
ফেসবুকে ভিডিও বক্তব্য প্রচার করায় এবার নিজেই নিজের বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন লালমোহনের এক নারী। লালমোহন উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীর বিরুদ্ধে কয়েকদিন আগে একটি ফেসবুক ফেইজ থেকে ভিডিও বক্তব্য প্রচার করা হয় পৌরসভার ১১নং ওয়ার্ডের ভাঙ্গাপুল এলাকার শিল্পী বেগম নামের এক নারী ও তার স্বামী নুরুল ইসলামের। ওই ভিডিওতে তাদের বলতে শোনা যায়, ভাঙ্গাপুল বাজারে একটি দোকান ঘরের জমি নিয়ে বিদ্ধমান সমস্যা সমাধানের জন্য বিএনপির এই দুই নেতার কাছে যান তারা। তখন তারা ওই নারীকে সহায়তা না করে উল্টো মানসিকভাবে হয়রানী করেন এমন অভিযোগ করা হয় ভিডিও বক্তব্যে। এমন ভিডিও প্রচার হওয়ায় ওই রেকর্ডকে একটি চক্র কৌশল করে তাকে দিয়ে করিয়েছেন বলে শিল্পী বেগম নিজেই সংবাদ সম্মেলনে দাবী করেন।
বৃহস্পতিবার দুপুরে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদ্য লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে উল্লেখিত দুই নেতা যাতে কোন পদ না পেতে পারে এই জন্য একটি চক্র তাকে দিয়ে এমন কাজ করিয়েছে। তাকে বোঝানো হয়েছিলো ওই বক্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হবে। কিন্তু তা না করে ভিডিও ফেসবুকে প্রচার করায় নারী হিসেবে তার মানহানি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজীজ শাহীন, সদস্য সচিব শহিদুল ইসলামসহ লালমোহনের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।