লালমোহনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

লালমোহনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সোমবার দুপুরে অনুষ্ঠিত লালমোহন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অতিথিরা। ।ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ কোথাও জোরজবরদস্তী এবং চাঁদাবাজীর সংবাদ পেলে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় বাল্যবিয়ে এবং মাদক রোধে সকলকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হকসহ সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি