বোরহানউদ্দিনে কৃষি মেলার উদ্বোধন

বোরহানউদ্দিনে কৃষি মেলার উদ্বোধন
ছবি: লালমোহন নিউজ
জেএম.মমিন, বোরহানউদ্দিন থেকে: "কন্দাল ফসলে দিলে দৃষ্টি, অসময়ে মিলবে সবজি পুষ্টি" এই স্লোগানকে সামনে রেখে, কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অদিধপ্তর এ মেলার আয়োজন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর  সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
মুখ্য কারিগরি আলোচক হিসেবে  উপস্থিত ছিলেন, জেলা উপ পরিচালক কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান ওয়ারিসুল কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ প্রমুখ ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এইস এম সামীম। 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরহানউদ্দিনের বাস্তবায়নে ৩ দিনব্যাপী এ মেলা চলবে ২৫ মে পর্যন্ত। মেলায় ৮টি স্টলে কন্দাল জাতীয় বিভিন্ন ফসলের প্রদর্শন করা হচ্ছে।
-এইচপি