বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জে.এম.মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মোসা. জান্নাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের সাচড়া গ্রামে এঘটনা ঘটে। শিশু জান্নাত ওই এলাকার মো. মিরাজের কন্যা।
নিহতের স্বজনরা জানান, রোববার সকালে সে তার মায়ের সঙ্গে বাসায় ছিল। মায়ের কাজের ব্যস্ততায় চোখের আড়াল হয়ে বসতঘরের পিছনের পুকুরে পড়ে ডুবে যায় শিশু জান্নাত। খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি