রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও সহকারী প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

এ.এইচ. রিপন, রমাগঞ্জ ইউনিয়ন (লালমোহন): ভোলা লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক মাস্টারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার রাব্বি সিকদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক বাবু হিরো লাল। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মিয়া।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় এছাড়াও এসময় রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুনসহ রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, এ বছর রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৮ জন ও মানবিক বিভাগ থেকে ৭৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
-এইচপি