লালমোহনে বাস চাপায় বৃদ্ধ নিহত

লালমোহনে বাস চাপায় বৃদ্ধ নিহত
প্রতিকী ছবি

ভোলার লালমোহনে বাসের চাপায় মো. আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধ লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

জানা যায়, রোববার সন্ধ্যার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কর্তারহাট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ আব্দুল খালেক। এ সময় চরফ্যাশনগামী একটি বাস ওই বৃদ্ধকে চাপা দেয়।

বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনলে তিনি এসে বৃদ্ধ খালেককে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যায় চালক-হেলপার।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর ওই বাস এবং বৃদ্ধের লাশ থানায় আনা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-এইচপি