লালমোহনে বাস চাপায় বৃদ্ধ নিহত

ভোলার লালমোহনে বাসের চাপায় মো. আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধ লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
জানা যায়, রোববার সন্ধ্যার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কর্তারহাট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ আব্দুল খালেক। এ সময় চরফ্যাশনগামী একটি বাস ওই বৃদ্ধকে চাপা দেয়।
বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনলে তিনি এসে বৃদ্ধ খালেককে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যায় চালক-হেলপার।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর ওই বাস এবং বৃদ্ধের লাশ থানায় আনা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-এইচপি