‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে লালমোহনে সম্পন্ন হবে শারদীয় দুর্গোৎসব’

‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে লালমোহনে সম্পন্ন হবে শারদীয় দুর্গোৎসব’
লালমোহনের চরভূতা ইউনিয়নের নমগ্রাম এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন ইউএনও তৌহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। ছবি: লালমোহন নিউজ

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

রোববার সন্ধ্যায় লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের নমগ্রাম এলাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন ইউএনও মো. তৌহিদুল ইসলাম। এরআগে আরো কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

ইউএনও তৌহিদুল ইসলাম জানান, এবার লালমোহন উপজেলায় ১৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপগুলোতে নিরাপত্তার স্বার্থে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পাশাপাশি তৎপর থাকবে বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাহিদুল ইসলাম নোমানসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি