লালমোহন বাংলা বাজার মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

লালমোহন বাংলা বাজার মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি।

“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” প্রতিপাদ্যে ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মুগরিয়া বাজারের রোড অতিক্রম করে মাদ্রাসায় এসে শেষ হয়। র‌্যালিতে মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষকগণ অংশগ্রহণ করে। র‌্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল মান্নান লিটন, জাহিদুল ইসলাম দুলাল, মাও: হেলাল উদ্দিন, মাও: আল এমরান প্রমূখ।

আলোচনায় বক্তরা বলেন, ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বিশ্বের ১০০টি দেশে প্রতি বছর আজকের দিনে এই দিবসটি পালিত হয়।

আলোচনায় শিক্ষকগণ আরো বলেন,  শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাদের মান মর্যাদা সবার উপরে হওয়া উচিত। সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে সকল প্রকার বৈষম্য দূর করার জন্য বর্তমান সরকারের প্রতি তারা অনুরোধ করেন।  

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাহাবুবুর রহমান, খালেদা আক্তারী, ফরিদা ইয়াসমিন শিমু, আবু তাহের, হাসান শাহাজাদা, রিয়াদ উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।    

লালমোহননিউজ/ -জেডি