লালমোহনে পুকুরের পানিতে ডুবে নিথর দুই শিশু

লালমোহনে পুকুরের পানিতে ডুবে নিথর দুই শিশু
প্রতিকী ছবি

ভোলার লালমোহন উপজেলায় পৃথকস্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিঝি বাড়িতে মারা যায় ২ বছরের শিশু মো. আব্দুল্যাহ। সে ওই বাড়ির মো. কবির মিঝির ছেলে।

এরআগে সোমবার বিকালে একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নানা বাড়িতে বেড়াতে গিয়ে মারা যায় ৩ বছরের শিশু মো. রিফাত। সে কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার দুলাল সরদারের ছেলে। ওই দিন দুপুরে শিশু রিফাত তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায়।

জানা গেছে, এসব শিশুরা বাড়ির উঠানে খেলার ছলে সকলের অগোচরে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এরপর সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম লালমোহন নিউজকে বলেন, ওই দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি