বোরহানউদ্দিনে গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

বোরহানউদ্দিনে গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের
প্রতিকী ছবি

জে.এম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে নিজের গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ হেজু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের কাজিমুদ্দিন হাওলাদার বাড়ীতে এঘটনা ঘটে।

মৃত হেজু একই ওয়ার্ডের মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে। নিহত হেজু পেশায় একজন দিনমুজুর ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে তার নিজ গাছের ডাল কাটতে গাছে উঠে হেজু। এ সময় গাছ থেকে পড়ে  ঘটনাস্থলেই তিনি মারা যান। 

বোরহানদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লালমোহননিউজ/ -এইচপি