বোরহানউদ্দিনে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে আড়াই লাখ টাকা অর্থদণ্ড

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার মেশিন আটক করা হয়েছে। একই সঙ্গে ওই দুই ড্রেজার মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার রাত ৮ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় ইফাজ ইয়াসিনের মালিক মো. মফিজকে ১ লাখ টাকা ও মেরাজ এন্টার প্রাইজের মালিক ফাইজুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এরআগে একই দিন বিকেলে উপজেলার তেঁতুলিয়া নদীর হাঁসের চর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বালু বোঝাই দুইটি ড্রেজার মেশিন আটক করা হয়।
এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, ড্রেজার মেশিন দিয়ে একটি মহল অবৈধভাবে তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করছেন, এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইটি ড্রেজার মেশিন আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মালিকদের মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
লালমোহননিউজ/ -এইচপি