বোরহানউদ্দিনে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে আড়াই লাখ টাকা অর্থদণ্ড

বোরহানউদ্দিনে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে আড়াই লাখ টাকা অর্থদণ্ড
বোরহানউদ্দিনে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক করা ড্রেজার মেশিন। ছবি: লালমোহন নিউজ

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার মেশিন আটক করা হয়েছে। একই সঙ্গে ওই দুই ড্রেজার মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার রাত ৮ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় ইফাজ ইয়াসিনের মালিক মো. মফিজকে ১ লাখ টাকা ও মেরাজ এন্টার প্রাইজের মালিক ফাইজুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এরআগে একই দিন বিকেলে উপজেলার তেঁতুলিয়া নদীর হাঁসের চর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বালু বোঝাই দুইটি ড্রেজার মেশিন আটক করা হয়।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, ড্রেজার মেশিন দিয়ে একটি মহল অবৈধভাবে তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করছেন, এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইটি ড্রেজার মেশিন আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মালিকদের মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

লালমোহননিউজ/ -এইচপি