বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত, আহত ৯

বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত, আহত ৯
প্রতিকী ছবি

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. জসিম নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৯ জন।

মঙ্গলাবার সকালে উপজেলার টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত জসিম একই এলাকার আব্দুল ওহাব মিয়ার ছেলে। 

জানা গেছে, সকালে নিহতের ভাইয়ের গোয়াল ঘরের কাজ চলছিল। ওই গোয়াল ঘরের ওপর টিনের ছাউনি উঠানোর সময় ঘরের ওপরে থাকা বিদ্যুতের তার কেটে গিয়ে টিনের ছাউনিটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে আহত হন ১০জন।

পরে তাদেরকে উদ্ধার করে বোরাহনউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে বৃদ্ধ জসিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অন্যদের মধ্যে ৫ জনকে ভোলা সদর হাসপাতেল পাঠানো হয়েছে। বাকি চারজন বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি জাব্বারুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা কোনো অভিযোগ পাইনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও বিষয়টি আমাদের জানানো হয়নি।

লালমোহননিউজ/ -এইচপি