ছোবল দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক

নোয়াখালীর চাটখিল উপজেলায় ছোবল দেওয়া সাপ বস্তায় ভরে হাসপাতালে হাজির হয়েছেন মো. কামাল নামে এক যুবক। বুধবার দুপুর দেড়টায় ওই সাপ নিয়ে হাসপাতালে যান তিনি। যুবক মো. কামাল চাটখিল উপজেলার পরকোট-দশঘরিয়া ইউনিয়নের পশ্চিম পরকোটের কবির বাড়ির কালা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
এ বিষয়ে মো. কামাল জানান, দুপুরে চাটখিলের দিঘীরপাড় এলাকায় সাপটি তাকে ছোবল দেয়। এরপর সাপ নিয়েই হাসপাতালে যান কামাল। পরে চাটখিল উপজেলা গেটের ব্রিজের পাশে সাপটি অবমুক্ত করে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ ব্যক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। ছোবল দেওয়া সাপটি বিষাক্ত নয় বলেও জানান তিনি।
লালমোহননিউজ/ -এইচপি