লালমোহনে স্ত্রীর বিরুদ্ধে প্রতিবন্ধী স্বামীর টাকা-অলংকার নিয়ে যাওয়ার অভিযোগ

ভোলার লালমোহনে স্বামীর ঘরে স্ত্রী রাতের আঁধারে লোকজন নিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৪নং ওয়ার্ড চতলা গ্রামের শারীরিক প্রতিবন্ধী হাসান হাওলাদার এর স্ত্রী লিজা বেগম তার পিতার বাড়ির লোকজনের প্ররোচনায় প্রতিবন্ধী স্বামী হাসানের বিরুদ্ধে মামলা করে। মামলার পর হাসান ঘরের বাইরে আত্মগোপনে গেলে এই সুযোগে হাসানের স্ত্রী লিজা বেগম, মামা কবির ও লিজার মা কহিনুর বেগম, সত বাবা মোহাম্মদ আলী একযোগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘরে ডুকে আলমারি ও ওয়ারড্রপ খুলে ট্রলি ব্যাগ ও লাগেজ সহ মালামাল নিয়ে চলে যায় যায়। এসময় ঘরে থাকা এক লক্ষ ৮০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারও নিয়ে যায় তারা।
এ ঘটনায় প্রতিবন্ধী হাসানের মা সামছুন্নাহার অভিযোগ করেন, তার পুত্রবধু লিজা স্বামী হাসান ও পরিবারের কারো কথা শুনে না। কিছু বললে সবার সাথে খারাপ আচরণ করে।
লালমোহননিউজ/ জেডি-এইচপি