লালমোহনের নূরে আলম ক্যান্সার আক্রান্ত, চলে না সংসার-চিকিৎসা

তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন

লালমোহনের নূরে আলম ক্যান্সার আক্রান্ত, চলে না সংসার-চিকিৎসা
ক্যান্সার আক্রান্ত যুবক নূরে আলম। ছবি: লালমোহন নিউজ

৩৫ বছরের মো. নূরে আলম। অস্বচ্ছল পরিবারে পাঁচ ভাই-বোনের সকলের ছোট তিনি। দরিদ্র বাবার সন্তান হওয়ায় ছোট বেলা থেকেই দিনমজুরি কাজ করতেন তিনি। গত তিন বছর আগে তার শরীরে প্রচুর এলার্জি ও জন্ডিস দেখা দেয়। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডাক্তার দেখান।

সেখানের ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নূরে আলমের লিভার জনিত সমস্যার বিষয়টি শনাক্ত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানের চিকিৎসকরা নূরে আলম লিভার ক্যান্সারে আক্রান্ত বলে জানান।

এরপর মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায়। একদিকে নিজে ক্যান্সার আক্রান্ত। অন্যদিকে পরিবারে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী আর তিন সন্তান। এ অবস্থায় তার না চলে সংসার, না চলে চিকিৎসা। তাই ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চতলা গ্রামের নিজ বাড়িতে ধুঁকে ধুঁকে কাতরাচ্ছেন নূরে আলম। তিনি ওই গ্রামের আব্দুল করিম ফরাজি বাড়ির বাসিন্দা মৃত মো. আমিন মিয়ার ছেলে। 

সহযোগিতা কামনা করে নূরে আলম বলেন, বরিশালে গিয়ে ক্যান্সারে আক্রান্তের বিষয়টি জানতে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হসপিটাল যাই। সেখানের ডাক্তাররা এ চিকিৎসায় অন্তত সাড়ে পাঁচ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন। আমার পক্ষে এখন সংসার চালানোই দায় হয়ে গেছে।

তার ওপরে এতো টাকা ব্যয়ে চিকিৎসা করানো কোনোভাবেই সম্ভব নয়। আমার তেমন সম্বলও নেই। সম্বল বলতে কেবল বসতভিটা। তা বিক্রি করে দিলে মা, স্ত্রী আর ছোট ছোট সন্তানরা কোথায় থাকবে। তাই দেশের বিত্তবানদের কাছে আমার চিকিৎসার জন্য সহযোগিতার অনুরোধ করছি। আমাকে সহযোগিতা করতে ০১৭৫০৬৯৬১৫১ (নগদ পার্সোনাল) এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।

-এইচপি