লালমোহনের মেঘনায় মনজুড়ায় দর্শনার্থীদের

লালমোহনের মেঘনায় মনজুড়ায় দর্শনার্থীদের
ছবি: লালমোহনের মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড়।

ইউসুফ আহমেদ, লালমোহন (ভোলা): ঈদের দ্বিতীয় দিনে ভোলার লালমোহনের মেঘনা নদীর পাড়ে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদের ছুটিতে প্রিয়জনদের নিয়ে মেঘনা নদীর ঢেউে মন জুড়াচ্ছেন তারা। রোববার বিকালে উপজেলার

ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকার মেঘনা পাড় হাজারও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে।
নদীর পাড়ে ঘুরতে যাওয়া সানজিদা ও আখি নামের দুই তরুণী জানান, পরিবারের সদস্যদের সঙ্গে নদীর পাড়ে ঘুরতে এসেছি। নদীর উত্তাল ঢেউে মুহূর্তেই মন জুড়িয়ে যায়। সুন্দর একটি বিকাল কাটছে।

মঙ্গলসিকদারের মেঘনা পাড়ে ঘুরতে যাওয়া আব্দুল্যাহ ও ইলিয়াস নামের দুই যুবক বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। তাই নদীর পাড়ে ঘুরতে এসেছি। নদীর পাড়ের শীতল হাওয়ায় নিমিষেই মন ভালো হয়ে যায়। এতে যেন এক প্রকার প্রশান্তি রয়েছে।

মো. শাহাবুদ্দিন নামের আরেক যুবক জানান, নদীকে ঘিরে এখানে স্থায়ী পর্যটনের ব্যবস্থা করা যায়। তাহলে কেবল বিশেষ দিনেই নয়, সব সময়ই এখানে পর্যটকের সমাগম হতো। আমি মনে করছি; সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নদীর পাড়টি যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলে তাহলে অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হওয়া সম্ভব হবে।

-এইচপি