লালমোহনে চোরাই স্বর্ণালংকারসহ নারী আটক

ভোলার লালমোহন উপজেলায় অন্তত ১০ভরি চোরাই স্বর্ণালংকারসহ মোসা. আখি বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার সুজনের স্ত্রী। রোববার দুপুরে আটককৃত আখিকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে, শনিবার রাতে আখির বসতঘর থেকে তাকে আটক করে পুলিশ। 

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম জানান, লালমোহন বাজারের হারুন অর রশীদ নামে এক ব্যবসায়ী শনিবার রাতে থানায় অভিযোগ করেন; তার বাসা থেকে নগদ ১হাজার ৮শ টাকা এবং প্রায় ১০ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১১লাখ ৭৪হাজার ৮৮৩ টাকা।

এ ঘটনায় ওই ব্যবসায়ী আখি নামে তার এক প্রতিবেশীকে সন্দেহ করেন। ব্যবসায়ী হারুন অর রশীদের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অখির বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। দেড় ঘন্টারও অধিক সময়ের ওই অভিযানে আখির বসতঘর থেকে ব্যবসায়ীর চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, এরপর ঘটনার সঙ্গে জড়িত থাকায় আখিকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আখিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের বিচারকের কাছে তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

লালমোহননিউজ/ -এইচপি