লালমোহনে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ভোলার লালমোহনে ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে মো. আফসার নামে ৪০ বছর বয়সী এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। যুবক আফসার ওই এলাকার মৃত মো. সুলতান আহমেদের ছেলে।
জানা গেছে, আফসার দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। যার জন্য সোমবার সকালে আফসারকে ঘরে রেখে স্থানীয় বাজার থেকে ওষুধ আনতে যান তার স্ত্রী। কিছু সময় পর ওই যুবকের মা ঘরের দরজা বন্ধ দেখে জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন আফসার। পরে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা গিয়ে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি