লালমোহনে বোনের বাড়ি থেকে ফেরার পথে বৃদ্ধের মৃত্যু

লালমোহনে বোনের বাড়ি থেকে ফেরার পথে বৃদ্ধের মৃত্যু
ছবি: অনলাইন

ভোলার লালমোহনে পথের মধ্যে হঠাৎ করে অসুস্থ্য হয়ে মো. হানিফ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দফাদার বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। বৃদ্ধ হানিফ লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের ভেদুরিয়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, গত শনিবার (১৩ মে) সকালে ওই বৃদ্ধ বদরপুর ইউনিয়নের হাজিরহাট এলাকায় অবস্থিত তার বোনের বাড়িতে বেড়াতে যান। এরপর রোববার বিকালে সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দফাদার বাড়ি সংলগ্ন সড়কের ওপর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে যান তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ হানিফকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, রাস্তার ওপর হঠাৎ করে পড়ে ওই বৃদ্ধ মারা যান। তার মৃত্যুর কারণ জানতে লাশের ময়না তদন্ত করা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।