চরফ্যাশনে অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর
 
                                    হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় ফুফুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে মোসা. সাদিয়া আক্তার নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়ন তুলাগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাদিয়া উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাওলানা আব্দুল ভাসানি আবাসন প্রকল্পের বাসিন্দা মো. নূরনবীর মেয়ে।
জানা গেছে, সাদিয়া তার ভাবির সঙ্গে রোববার ফুফুর বাড়িতে বেড়াতে যান। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে অটোরিকশা যোগে তারা বাড়ি ফিরছিল। ওই অটোরিকশাটি তুলাগাছিয়া এলাকার কাছাকাছি আসলে হঠাৎ ছিটকে পড়ে যায় সাদিয়া।
এ সময় সাদিয়াকে রক্ষা করতে তার ভাবি পায়রা বেগমও অটোরিকশা থেকে ঝাঁপিয়ে মাটিতে পড়েন। এতে দুইজনই গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। আর পায়রা বেগম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি
 
                         admin
                                    admin                                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
            