জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে মনপুরায় লিফলেট বিতরণ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে মনপুরায় লিফলেট বিতরণ
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে মনপুরায় লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীরা। ছবি: লালমোহন নিউজ

সীমান্ত হেলাল, প্রতিনিধি, মনপুরা (ভোলা):জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই প্রতিপাদ্যে ভোলার মনপুরা উপজেলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে উপজেলার হাজীরহাট বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক কেন্দ্রের ঘোষণা মতে সরকারকে বেধে দেওয়া ১৫ দিনের মধ্যে জুলাই বিপ্লবের আবদান তুলে ধরে ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণাপত্র জাতির সামনে প্রকাশের আহ্বান জানান মনপুরার শিক্ষার্থীরা।

লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলের নির্বাহী সদস্য মো. হেলাল উদ্দিন নাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারী মনপুরা সরকারি কলেজের শিক্ষার্থী মো. নূরনবী, মো. সোয়েব, কাজল হোসেন, মো. মমিন হোসেন, এম. নূর হোসেন কাসেমী এবং নূরনবী দিদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি