চরফ্যাশনে নদী থেকে অবৈধ পাইজাল জব্দ

ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে অবৈধ পাইজাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
শুক্রবার ভোর ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে ছোট ফাঁসের একটি বিশাল আকৃতির পাইজাল জব্দ করা হয়। জব্দকৃত ওই জাল পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের নির্দেশনায় চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা মো: মাহবুবুল আলম শুভসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি