পরীক্ষা না দিয়েই দুই ছাত্রী পেলেন জিপিএ-৫

পরীক্ষা না দিয়েই দুই ছাত্রী পেলেন জিপিএ-৫
ছবি: সংগৃহীত

এসএসসিতে পরীক্ষা না দিয়েই দুই বিষয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেছে চট্টগ্রামের বাঁশখালীর দুই ছাত্রী। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। 

জানা যায়, উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছেন সাদিয়া সোলতানা ও উর্মি আক্তার। পরীক্ষা ছিল না মনে করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অংশ নেননি ঐ দুই পরীক্ষার্থী। পরে তারা তাড়াহুড়ো করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালে দেখতে পান পরীক্ষা শেষ করে পরীক্ষার্থীরা কেন্দ্র ত্যাগ করেছে। এ ঘটনায় সেদিন কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে দাবি করা হয়, কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের খামখেয়ালীপনার কারণে দুই পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রকাশিত ফলাফলে উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে চাম্বল উচ্চ বিদ্যালয়। এই স্কুলের পাসের হার ৯২ শতাংশ। মোট ৩০৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন। এরমধ্যে ৩ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ নেওয়া মোট ৩০০ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৭৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭ জন।

২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় চাম্বল উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় মানবিক বিভাগের ১৬৭, ব্যবসায় শিক্ষা বিভাগের ৬৩ ও বিজ্ঞান বিভাগের ৭৩ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগের ৭৩ জনের মধ্যে পাস করেছে ৭২ জন। একজন শিক্ষার্থী ফেল করেছে রসায়ন বিষয়ে। অর্থাৎ যে দুই শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি তারাও পাস করেছেন।

এসএসসি পরীক্ষা কেন্দ্র বাঁশখালী- ০১ (২০২) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব রতন চক্রবর্তী বলেন, 'চাম্বল উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়ে জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিয়ে শিক্ষাবোর্ড বৃহস্পতিবার (৬ জুন) আমাকে তলব করেছিল। আমি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এসেছি। পরীক্ষা না দিয়েও ভুলবশত পাস চলে আসলে ফলাফল প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে শিক্ষাবোর্ড বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে সেটি তাদের এখতিয়ার।'

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমান বলেন, 'যারা পরীক্ষার ফলাফল প্রস্তুত করে, তাদের কোনো একটা ভুলের কারণে এটা হয়েছে। পরীক্ষার ফলাফল প্রস্তুত করতে গেলে তো ভুল ত্রুটি থাকে। আমাদের শৃঙ্খলা কমিটিতে বিষয়টি উঠবে। আমরা পরীক্ষার ফলাফল যখন ঘোষণা করেছি, এক মাসের ভেতরে সমস্যা সংশোধন, পরিবর্তন, ভুল ত্রুটি যা আছে এগুলো ঠিক করার একটা সুযোগ আছে।

যা-ই হোক ঐ বিষয়কে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এটা খতিয়ে দেখা প্রয়োজন। পরীক্ষা না দিয়েই জিপিএ-৫ পেয়ে পাস করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের।

লালমোহননিউজ/ -এইচপি