মনপুরার মাদক কারবারি মিজান আটক

মনপুরার মাদক কারবারি মিজান আটক
মনপুরায় ইয়াবাসহ আটক মাদক কারবারি মিজান। ছবি: লালমোহন নিউজ

সীমান্ত হেলাল, প্রতিনিধি, মনপুরা (ভোলা): ভোলার মনপুরা উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ মিজান নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ফকিরহাট বাজারে অবস্থিত মিজানের দোকান থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

সোমবার সকালে আটকৃত মাদক কারবারি মিজানকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি আহসান কবির। মাদক ব্যবসায়ী মিজান (৪০) উপজেলার হাজীর হাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরহাট বাজার এলাকার মৃত রফিজলের ছেলে।

মনপুরা থানার ওসি আহসান কবির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মিজানের ফকির হাট বাজারের মুদি দোকানে ইয়াবা বিক্রির খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। মিজান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। 

তিনি আরো জানান, এরআগেও তিনি একাধিকবার গাঁজা-ইয়াবাসহ আটক হয়েছেন। মাদক কারবারি মিজানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। রোববার রাতে মিজানকে আটকের পর তাকে আদালতে পাঠিয়ে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে উপজেলার মাদক ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত সিন্ডিকেট খুঁজে বের করা যাবে।

লালমোহননিউজ/ -এইপি