রাত পোহালেই লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন, কেন্দ্রে গেল নির্বাচনী সরঞ্জাম

রাত পোহালেই লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন, কেন্দ্রে গেল নির্বাচনী সরঞ্জাম
ছবি: লালমোহন নিউজ

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে ৮৩টি ভোট কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার বিহীন অন্যান্য নির্বাচনী সরঞ্জাম। কেন্দ্রেগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে রোববার ভোরে।

লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই উপজেলায় একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। লালমোহন উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৮৪৭জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৭৩জন এবং পুরুষ ভোটার ১লাখ ৩৫ হাজার ৩৭১জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩জন।

এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করবে ৪ প্লাটুন বিজিবি, র‌্যাবের দুইটি ইউনিট, পুলিশের ৫টি স্ট্রাইকিং ফোর্স এবং ৯টি মোবাইল টিমসহ আনসার-বিডিবি ও ব্যাটেলিয়ান আনসার সদস্যরা।

অন্যদিকে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। লালমোহনবাসীকে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া হবে।

লালমোহননিউজ/ -এইচপি