চরফ্যাশনের চরমানিকায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল বিতরণ

চরফ্যাশনের চরমানিকায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল বিতরণ
ছবি: লালমোহন নিউজ

হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত চরফ্যাশন উপজেলা চরমানিকা ইউনিয়নের ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে চরমানিকা ইউনিয়ন পরিষদ ভবনের নিচে এ চাউল বিতরণ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন রাসেল। এ সময় অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ সহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভোলার চরফ্যাশন উপজেলা চরমানিকা ইউনিয়নে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো বাতাস আর অস্বাভাবিক জোয়ারে বসতভিটার মাটি সরাসহ ঘর হাড়িয়ে দিশেহারা হয়ে পড়েছে প্রায় ১ হাজার পরিবার।

জোয়ারের পানিতে ভেসে গেছে গৃহপালিত অনেক প্রাণী ও মাছের ঘের। এখনও অনেক এলাকায় আকাশের নিচে অবস্থান করছে গৃহ ও সম্বলহারা অনেক মানুষ।

লালমোহননিউজ/ -এইচপি