রাতের আঁধারে পুড়ে ছাই পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান

ভোলার চরফ্যাশনে

রাতের আঁধারে পুড়ে ছাই পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান
ছবি: লালমোহন নিউজ

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান। ব্যবসায়ীদের দাবি এই অগ্নিকাণ্ডে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে উপজলার নজরুলনগর ইউনিয়নের ভক্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসকর্মীরা।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ভক্তিরহাট বাজারের মুদি ব্যবসায়ী নিরবের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা আগুন দেখে নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকর্মীদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ওই ইউনিটের কর্মীদের এবং স্থানীয়দের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরইমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান। এরমধ্যে চারটিই মুদি দোকান ছিল।

নজরুলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন হাওলাদার বলেন, আগুনে পাঁচটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ওইসব ব্যবসায়ীদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসব ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে তারমধ্যেই পুড়ে যায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক বলেন, ক্ষতিগ্রস্তরা আমাদের কাছে সহযোগিতার জন্য আবেদন করলে আমরা তা জেলায় পাঠাবো। বরাদ্দ পেলে তা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।

লালমোহননিউজ/ -এইচপি