মনপুরায় কোস্টগার্ডের অভিযানে জাটকা ও অবৈধ জাল জব্দ

সীমান্ত হেলাল, প্রতিনিধি, মনপুরা (ভোলা): ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের জাটকা ইলিশ ও অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্নস্থানে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম জানান, আমরা মেঘনা নদীর বাউলবাড়ি ঘাট, নায়েবের ঘাট, কাউয়ারটেক ঘাট, রামনেওয়াজ ঘাট, তুলাতুলি চর, বদনার চর, ঢাল চর, কলাতলীর চর ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় ৬ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া ঢাকাগামী একটি লঞ্চে তল্লাশী চালিয়ে ৩টি ঝুঁড়ি থেকে ২৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো জানান, বিকেলে জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে আগুনে পুড়িয়ে জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত জাটকা ইলিশহগুলো স্থানীয় মসজিদ, এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি