মনপুরার দুই শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মনপুরার দুই শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ছবি: লালমোহন নিউজ

মো. ছালাহউদ্দিন, মনপুরা (ভোলা):  ভোলার মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ও বেলা সাড়ে ১১ টায় মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে পৃথকভাবে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত হয়। 

 মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির  ম্যানেজিং কমিটির সভাপতি ও হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন হাওলাদার এবং  হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।

মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- মনপুরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ছালাহউদ্দিন, মনপুরা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রাথমিক শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আজাদসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, স্থানীয় জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং অভিভাবকগণ।

লালমোহননিউজ/ -এইচপি