লালমোহনে জামায়াতে ইসলামীর ব্যবসায়ীক ফোরামের কমিটি গঠন

লালমোহনে জামায়াতে ইসলামীর ব্যবসায়ীক ফোরামের কমিটি গঠন
ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠন ব্যবসায়ীক ফোরামের উপজেলা ও পৌরসভার কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সকালে পৌরশহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা পর্যায়ে হাসান স্টোরের মালিক এমএ হাসানকে সভাপতি ও সোলায়মান জমাদারকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এছাড়া পৌরসভা পর্যায়ে টপটেন টেইলার্সের মালিক আবু সাঈদকে সভাপতি ও আলহেরা কম্পিউটারের মালিক আব্দুল মোতালেবকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটি ঘোষণা করা হয়।

পরে এই কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী ফোরামের উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের জেলা সভাপতি আব্দুস সালাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা মো. রুহুল আমিন, পৌরসভার উপদেষ্টা  মাওলানা সাইফুল ইসলাম। এরআগে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পেশাজীবী পরিষদের সমন্বয়কারী আজিম উদ্দিন খান।

অনুষ্ঠানে লালমোহন পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ও মালিকগণ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা সৎ ব্যবসায়ীদের গুণাবলী ও মর্যাদা বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সংগঠনের মাধ্যমে সৎ ব্যবসা গড়ে তোলার জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়।

লালমোহননিউজ/ -এইচপি