ভোলায় ওসিদের রদবদল, লালমোহনের নতুন ওসি আবু সাহাদাৎ
ভোলার ৩ থানার ওসিদের রদবদল করা হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই আদেশে বলা হয়েছে, লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলমকে পুলিশ সুপারের কার্যালয়ে ইন্সপেক্টর (ক্রাইম অ্যন্ড অপস্) হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় লালমোহন থানার নতুন ওসি করা হয়েছে আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজকে। তিনি ভোলা পুলিশ লাইনে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে, চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেনেকে ভোলা সদর সার্কেলের পুলিশ পরিদর্শক করা হয়েছে। চরফ্যাশন থানায় নতুন ওসি হিসেবে দেওয়া হয়েছে পুলিশ লাইনের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান হাওলাদারকে।
এছাড়া বোরহানউদ্দিন থানার ওসি জাব্বারুল ইসলামকে জেলা ডিএসবির পুলিশ পরিদর্শক করা হয়েছে। আর বোরহানউদ্দিন থানায় নতুন ওসি হিসেবে দেওয়া হয়েছে পুলিশ লাইনের পুলিশ পরিদর্শক মো. ছিদ্দিকুর রহমানকে।
লালমোহননিউজ/ -এইচপি