লালমোহনে নবাগত ইউএনওর সঙ্গে পরিচিতি সভা

ভোলার লালমোহনের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, ওসি এসএম মাহবুব উল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সমাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি