লালমোহনে স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্বামী

লালমোহনে স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্বামী
ছবি: সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মিরাজ মাঝি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত মিরাজ ওই এলাকার মো. হানিফ মাঝির ছেলে।

জানা যায়, শনিবার রাতে নিজ ঘরে বিদ্যুতের লাইন মেরামত করছিলেন মিরাজ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। বিষয়টি মিরাজের স্ত্রী দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে মারা যান মিরাজ।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এইচপি