বোরহানউদ্দিনে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

বোরহানউদ্দিনে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা
বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। ছবি: লালমোহন নিউজ

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তনু নামে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি ভোলা সদর উপজেলার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া নদীর হাসের চর এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিনের পরিচালককে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
এ বিষয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে  এ অভিযান অব্যাহত থাকবে।

লালমোহননিউজ/ -এইচপি