বোরহানউদ্দিনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বোরহানউদ্দিনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
ছবি: লালমোহন নিউজ

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ‘রোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ’ এ স্লোগানে ভোলার বোরহানউদ্দিন পৌরশহরে  পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে বোরহানউদ্দিন পৌরসভার আয়োজনে পৌর প্রশাসক, কর্মকর্তা-কর্মচারীরা  অভিযানে অংশ নেন। এই পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান।

বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পৌরসভার প্রশাসক মেহেদী হাসানের সভাপতিত্বে এ সময়  থানার ওসি জাব্বারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, আজ থেকে পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, জলাবদ্ধতা নিরাসনে খুব দ্রুত আমরা খাল সংস্কার শুরু করব। ড্রেনে থাকা ময়লা গাছের টব, ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন/অপসারণ করুন এবং বাড়ী-ঘর পরিষ্কার রাখুন।অব্যবহৃত গাড়ীর টায়ার, নির্মাণকাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টিনের কৌটা, কাচ/প্লাষ্টিকের বোতল/ক্যান, হাঁড়ি, ডাবের খোসা, বালতি, , ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তা থেকে ডেঙ্গুর সম্ভাবনা থাকে। তাই জমে থাকা পানি পরিষ্কার রাখুন এবং অপসারণ করুন।

লালমোহননিউজ/ -এইচপি