বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ফুটবল প্রতিযোগিতা শুরু
স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী বাংলাবাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার অন্ত:ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার দুপরে খেলার শুভ উদ্বোধন করেন মাদ্রাসার সুপার মো. মতিউল ইসলাম।
এসময় শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সুপার বলেন, খেলাধুলা পড়ালেখার অংশ। খেলাধুলায় প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণ করা উচিত। খেলাধুলা করলে শিক্ষার্থীরা কোন খারাপ কাজ করতে পারে না। খেলায় হারজিত থাকবেই। হারজিত মেনেই খেলায় অংশগ্রহণ করতে হবে। খেলাকে কেন্দ্রকরে কেউ উশৃঙ্খল আচরণ করা যাবে না। হারজিত সবাইকে তা মেনে নিতে হবে। রেফারীর সিদ্বান্তই চুড়ান্ত সিদ্বান্ত।
প্রথম দিনে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১ম ম্যাচে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি এবং ২য় ম্যাচে ৮ম ও ৯ম শ্রেণি অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় ১ম ম্যাচে ৭ম শ্রেণি দুই এক গোলে বিজয়ী হয়। প্রতিযোগিতায় ২য় ম্যাচে ৮ম শ্রেণিদুই এক গোলে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন শিক্ষক আ. মান্নান লিটন, মো. জাহিদুল ইসলাম ও মো. রিয়াদ উদ্দিন।
লালমোহননিউজ/ -এইচপি