চরফ্যাশনে ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হাসান লিটন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ডাকাতি মামলার ২২ বছরের সাজাপ্রাপ্ত মো. বাবুল নামে ৩৭ বছর বয়সী এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে দক্ষিণ আইচা থানার এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালকিনির চর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত বাবুল ঢালচর ইউনিয়নের কালকিনির চর এলাকার মো. আমিন বেপারীর ছেলে।
জানা যায়, ২০১১ সালে গ্রেফতারকৃত বাবুলের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় একটি ডাকাতির মামলা হয়। ২০২২ সালে ওই মামলায় তার বিরুদ্ধে ২২ বছরের সাজা ঘোষণা করেন আদালতের বিচারক। রায় ঘোষণার পর সাজা থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। তবে গত কয়েকদিন আগে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর কপি দক্ষিণ আইচা থানায় আসলে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, আসামি বাবুল সাজা ঘোষণার পর থেকে পালিয়ে বেড়াতে শুরু করেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারের পর বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি