মনপুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয় উদ্বোধন
সীমান্ত হেলাল, প্রতিনিধি, মনপুরা (ভোলা): ভোলার মনপুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ'র উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক দাওয়াতী সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) আসর নামাজের পর উপজেলার সদর হাজিরহাট বাজারের পশ্চিম গলিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র এই কার্যালয় উদ্বোধন করা হয়।
ইতিপূর্বে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে একটি অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছিলো। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী কর্মসূচী শুরু হয়। পরে কার্যালয়টি উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা সভাপতি মুফতি এনায়েতুল্লাহ নুর নবী।
সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইউনুস আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনপুরা মার্কাজুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা মফিজুল ইসলাম, মনপুরা বহুমুখী মাদ্রাসার মুহতামিম মাওলানা নেসার আহমদ, মাকবুলিয়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল মান্নান, মার্কাজ মসজিদের খতীব মুফতি মোঃ ইউছুফ, উপজেলা তাবলিগ জামাতের অন্যতম আমীর হাজী মাহবুবুর রহমান ও হাজিরহাট বাজারের ব্যবসায়ী হাফেজ মাওলানা তালহা।
উপজেলা সদরে দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ার প্রতিক্রীয়ায় বক্তারা বলেন, নতুন কার্যালয়ে বসতে পেরে আজ আমরা খুব আনন্দিত। আগে সাকুচিয়া বাংলাবাজারেরর অস্থায়ী কার্যালয়ে থেকে দলীয় কর্মসূচী পালন করা হত। এখন দলীয় সকল কর্মসূচী আমাদের এ কার্যালয় থেকেই সুচাররুরূপে করতে পারবো আমরা।এতে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো সহজ হবে। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কঠোরতার কারনে আগে আমরা হাজিরহাট বাজারে বৃহৎ আকারে দলীয় কর্মসূচী পালন করতে পারিনি। এখন সেটা আরও সহজ হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলনা আব্দুর রহমান, মাওলানা হারুনুর রশীদ, হাজী আবু সাঈদ, ডাক্তার ইবরাহীম খলীল, মুফতি আব্দুর রহীম, মাওলানা ইলিয়াস, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ আশরাফুল ইসলাম, মুহাম্মদ আব্দুর রহমান রুবেল, হাফেজ নুর ইসলাম, মুহাম্মদ আবু ইউসুফ সহ উপজেলা ইসলামী আন্দোলন, উপজেলা ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনসহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
লালমোহননিউজ/ -এইচপি