লালমোহনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমোহনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান
লালমোহনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি: লালমোহন নিউজ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বুধবার সন্ধ্যার পর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় স্থানীয় শিল্পীদের নাচ-গানে উৎসবমুখর হয়ে উঠে অডিটোরিয়াম প্রাঙ্গণ।

লালমোহন উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি মো. আজাদুর রহমানের পরিকল্পনা ও সঞ্চালনায় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. মিরাজ হোসেন, নাজমুল ইসলাম, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য মো. জাহিদুল ইসলাম নোমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি