মনপুরায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

মনপুরায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ
ছবি: লালমোহন নিউজ

সীমান্ত হেলাল, প্রতিনিধি, মনপুরা (ভোলা): ভোলার মনপুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। মনপুরা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শেখ শাহ আলম'র নের্তত্বে এই অভিযান চালানো হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১ টা থেকে অভিযান চালিয়ে ঢাকাগামি লঞ্চে ২ টি মাছের ঝুড়ি তল্লাশি করে এসব জাটকা জব্দ করা হয়।

পরে বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সমন্বয় করে স্থানীয় মসজিদ, এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে জব্দকৃত জাটকা বিতরন করা হয়।

কোস্ট গার্ডের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার শেখ শাহ আলম জানান, একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামি লঞ্চে থাকা ২টি ইলিশের ঝুড়ি তল্লাশী করে ৩৮০ কেজি জাটকা জব্দ করা হয়।

লালমোহননিউজ/ -এইচপি