লালমোহনে ১৬ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ 

লালমোহনে ১৬ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ 

আরশাদ মামুন ||

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবিদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্য উপকরণ ( বকণা বাছুর) বিতরণ করা হয়েছে। 
বুধবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে প্রধান অতিথি ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, মেরিন ফিসারিজ অফিসার তানভির আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬ জন জেলের মাঝে বকণা বাছুর বিতরণ করা হয়।