লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত
প্রতিকী ছবি

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. শফিউল্যাহ বেপারী নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিউল্যাহ ওই এলাকার বেপারী বাড়ির বাসিন্দা।

জানা যায়, সকালে বাড়ির পাশের বাগান পরিস্কার করতে যান বৃদ্ধ মো. শফিউল্যাহ। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা আর্থিংয়ের তারে বিদ্যুৎ থাকায় ওই তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি পাশে থাকা ওই বৃদ্ধের চাচাতো ভাই মাওলানা আনিসুল হক দেখতে পেয়ে চিৎকার দেন। পরে আশেপাশের লোকজন এসে বাঁশ দিয়ে ঠেলে বিদ্যুতের তার থেকে তাকে আলাদা করেন। এরপর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ শফিউল্যাহর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই বৃদ্ধের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধ শফিউল্যাহর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি