লালমোহনে শিক্ষা অফিসের হিসাব সহকারীর বাসায় চোরের দল

লালমোহনে শিক্ষা অফিসের হিসাব সহকারীর বাসায় চোরের দল
চুরি যাওয়া কক্ষ দেখাচ্ছেন রিয়াজ উদ্দিন। ইনসেটে আটক আলামিন।

মো. জসিম জনি।। ভোলার লালমোহনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. রিয়াজ উদ্দিনের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওইসময় রিয়াজ উদ্দিনের বাসা খালি ছিল। ঘটনার সময় ধাওয়া করে বাড়ির সামনের পুকুর থেকে চক্রের এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। তার নাম আলামিন।  সে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার গৌরিপুর ইউনিয়নের পইকখালি গ্রামের আব্দুল মোতালেব চৌকিদারের ছেলে। এসময় তার আরো দুই সহযোগী মিরাজ ও  ইব্রাহিম পালিয়ে যায়। তাদের বাড়িও ভাণ্ডারিয়ার পইকখালি গ্রামে। 

প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. রিয়াজ উদ্দিন জানান, তার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছিল। তিনিও বাসার বাইরে ছিলেন। এই সুযোগে বাসার গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৩টি রুমের আলমিরা, ড্রয়ার ভেঙ্গে নগদ ১লক্ষ ২০ হাজার টাকা ও ৮ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় তাদের এক সদস্যকে রাস্তায় পাহারা দেওয়া অবস্থায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে তাকে ধাওয়া করলে সে পুকুরে ঝাঁপ দেয়। পুকুর থেকে আলামিন নামে এই সদস্যকে আটক করে লালমোহন থানা পুলিশের হাতে তুলে দেয়। 

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, আটক আলামিনের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় ২০১৪ সালে চুরির মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দুইদিন আগে তারা ৩জন মিরাজের শ্বশুর বাড়ি তজুমদ্দিন আসে। সেখান থেকে রবিবার সন্ধ্যার দিকে লালমোহন প্রবেশ করে এ ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে চুরির চেষ্টার মামলা হবে।

এদিকে স্থানীয়রা জানায়, লালমোহনে আন্ত:জেলা ডাকাতচক্রের প্রবেশ ঘটেছে । স্থানীয় ডাকাতদের সহযোগিতায় অন্য জেলার চিহ্নিত ডাকাত চক্র এই এলাকায় অবস্থান করছে। এর আগে লালমোহনে কয়েকটি ডাকাতির ঘটনায় এই চক্রের হাত থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার এই চক্র লালমোহন ও তজুমদ্দিনে আস্তানা গেড়েছে। লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. রিয়াজ উদ্দিনের বাসায় ডাকাতির প্রস্তুতি নেয় এই আন্ত:জেলা ডাকাত চক্র। তবে রাত ৮টার দিকে ওই বাসা খালি থাকায় ঘটনা চুরিতে রূপ নেয়।