লালমোহনে বিদ্যুতায়িত হয়ে কিশোর নিহত

লালমোহনে বিদ্যুতায়িত হয়ে কিশোর নিহত
ফাইল ছবি

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাখাওয়াত নামে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের হাফিজ উদ্দিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর সাখাওয়াত ওই এলাকার মো. ফরিদ উদ্দিনের ছেলে।

জানা যায়, ঘরে থাকা বিদ্যুতের আর্থিংয়ের সংযোগে ত্রুটিজনিত কারণে সরাসরি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বিষয়টি জানতো না কিশোর সাখাওয়াত ও তার পরিবারের লোকজন। সন্ধ্যার দিকে ওই সংযোগের সামনে বসে স্বজনদের সঙ্গে কথা বলছিল সে। এ সময় আর্র্থিংয়ের সংযোগে পিঠ লেগে বিদ্যুতায়িত হয়ে পড়ে সাখাওয়াত।

এর ফলে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে কিশোর সাখাওয়াত। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার এসআই লিটন হালদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি