লালমোহনে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার লালমোহনে একদিনের জন্য আনন্দে মাতলো প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীরা। সোমবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দ্বীপ উন্নয়ন সোসাইটি নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্টের (সিডিডি) সহযোগিতায় লালমোহনের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৫ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় ছিল ৬ ধরনের প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় অংশনিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনসহ শান্তনা পুরস্কার লাভ করে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীরা।
এ সময় ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকরাসহ সংশ্লিষ্ট আয়োজক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/-জেডি