লালমোহনে মেজর হাফিজের জন্মদিন উদযাপন
ভোলার লালমোহন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের সাবেক ৬বারের এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) জন্মদিন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর তাঁর জন্মদিন উপলক্ষ্যে লালমোহন ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ফুলবাগিচা বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরআগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অপরদিকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়। এ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ এরশাদ।
এ সময় লালমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি হাওলাদার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. হেলাল উদ্দিন তরী, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-নয়ন, সদস্য সচিব মো. নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফাহাদ এবং যুগ্ম আহ্বায়ক মো. মোসাদ্দেক হাওলাদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি