লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন অর্ধশত সাধারণ জনতা

লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন অর্ধশত সাধারণ জনতা
লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের মধ্যপেশকার হাওলা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি সভায় অতিথিরা, সংগৃহীত ছবি।

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য পেশকার হাওলা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়

জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে এ সময় ওই এলাকার সমাজ সেবক আব্দুল করিম মাস্টারের নেতৃত্বে অর্ধশত সাধারণ জনতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং বায়তুল মাল সম্পাদক হাসনাইন আব্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মাওলানা আজিম উদ্দিন খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- মাওলানা আবু হানিফ (বিশিষ্ট বক্তা, বুলবুলে বাংলাদেশ), মাওলানা হুমায়ূন কবির, লালমোহন ইউনিয়ন সেক্রেটারি এসহাক মাস্টার, শ্রমিক কল্যাণের ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল কাদির প্রমুখ।

লালমোহননিউজ/ -এইচপি